শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা (হার্ডকভার)
শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা (হার্ডকভার)
৳ ২৩০   ৳ ১৯৬
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

ফার্সি সাহিত্যের অন্যতম প্রধান কবি শেখ সাদীর পুরাে। নাম আবু মুহাম্মদ মুসলি আল দিন বিন আব্দুল্লাহ। সিরাজী। ১২০৮ হিজরী সনে তিনি তল্কালীন । পারস্যের প্রসিদ্ধ সিরাজ নগরে জন্মগ্রহণ করেন। এবং। '১২৮৩ খৃস্টাব্দ মতান্তরে ১২৯১ খৃস্টাব্দে সিরাজ। নগরেই ইন্তেকাল করেন। তাঁর লেখার গুণ, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক চিন্তাধারার গভীরতার জন্য তিনি। বিশ্বে সমাধিক খ্যাতি ও প্রসিদ্ধি লাভ করেছেন। ক্ল্যাসিক্যাল সাহিত্য ও ঐতিহ্যের ধারায় তাঁকে বিশ্বের। সবচাইতে জনপ্রিয় ও বড় কবিদের একজন হিসেবে। গণ্য করা হয়। তিনি শৈশবেই পিতৃহারা হন এবং । দারিদ্রতার সম্মুখীন হয়েও অবশেষে বাগদাদে গিয়ে। উপস্থিত হন। তিনি ১১৯৫ থেকে ১২২৬ খৃস্টাব্দ পর্যন্ত। তৎকালীন বাগদাদের জগদ্বিখ্যাত বিদ্যাপিঠ নিযামিয়া। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। শেখ সাদীর যে রচনা সমগ্র বিশ্বে সামাজিক ও নৈতিক। জাগরণ ঘটিয়ে আলােড়ণ সৃষ্টি করে তা হল গুলিস্তা ও । বােস্তা। তিনি গদ্য ও পদ্যের মিশেলে এ গ্রন্থদুটি রচনা। করেন। গুলিস্তার পুরাে উচ্চারণ হল গুলিস্তান, যার অর্থ গােলাপ বাগান। এ গ্রন্থটি মূলত শেখ সাদীর গুলিস্তা ও বােস্তার অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ। গুলিস্তা ও বােস্তায় শেখ সাদী নানা রূপক ঘটনা ও । বাস্তব উদ্ধৃতির মাধ্যমে বিশ্বের সকল সম্প্রদায়ের নিকট। নীতিশিক্ষার ভাণ্ডার খুলে দিয়েছেন। তার উপদেশ, । উপমা, অমরবাণী ও শিক্ষা বিশ্বব্যাপি জনপ্রিয়তা লাভ। করেছে। যা বিশ্বের প্রায় সকল ভাষায় অনূদিত হয়েছে। তিনি প্রতিটি মানুষের নৈতিক, জাগতিক ও | আধ্যাত্মিক উন্নয়ন সাধনের পাথেয় হিসেবে খণ্ড খণ্ড । উপমা ও গল্পের বর্ণনা দিয়েছেন। যাতে প্রতিটি মানুষ। ব্যক্তিজীবনে উন্নতির দ্বারা আদর্শ ও সম্মানিত জীবন। লাভ করতে পারে। তাঁর নীতিগল্প ও বাণীগুলাে বিশ্বের। সর্বসমাজে গৃহিত ও সমাদৃত হয়েছে। সকল ধরনের। পাঠক এ গ্রন্থে বর্ণিত তাঁর নীতিশিক্ষা ও জ্ঞানপূর্ণ বাণী, উপদেশ, উপমা ও গল্পের দ্বারা উপকৃত হবে বলে আমার বিশ্বাস।

Title : শেখ সাদীর নীতিশিক্ষার পাঠশালা
Author : মোস্তাক আহ্‌মাদ
Publisher : উত্তরণ
ISBN : 9789849332893
Edition : 1st Published, 2018
Number of Pages : 176
Country : Bangladesh
Language : Bengali

সৈয়দ মোস্তাক আহ্‌মাদের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে। তার পিতা মাওলানা মুহাম্মদ তমিজ উদ্দীন (র.) ছিলেন একজন পীর ও আধ্যাত্মিক পুরুষ। তার মাতা মনোয়ারা বেগমও ছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে আগত। এরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোস্তাক আহ্‌মাদ এর ভাগ্য যেন নির্ধারিতই ছিল যে তিনি বড় হয়ে ধর্ম ও সুফি দর্শন নিয়ে লিখবেন। পারিবারিক ঐতিহ্যের কল্যাণে শৈশব থেকে তার ধর্মীয় শিক্ষার ভিত মজবুত হয়। পাশাপাশি সুফি দর্শন, মরমী দর্শন, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়েও পারিবারিকভাবে শিক্ষা লাভ করেন। তাই তো মোস্তাক আহ্‌মাদ এর বই সমূহ আধ্যাত্মিকতা ও দর্শন থেকে শুরু করে ধর্মীয় ইতিহাস, অনুশাসন, আত্মোন্নয়ন, মানবজীবন ও দর্শন ইত্যাদি বিষয়ে জ্ঞান ও অনুপ্রেরণার অফুরন্ত উৎস। মোস্তাক আহমাদ একজন দক্ষ মোটিভেটর। মেডিটেশন ও নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং ব্যক্তিগত উন্নয়ন সাধন করতে সক্ষম। বর্তমানে ‘ড্রিমওয়ে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিঃ’ এর ড্রিমওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও হিসেবে কর্মরত আছেন তিনি। মানবোন্নয়ন, ব্যক্তিক উৎকর্ষ সাধন, সুফি ও মরমী দর্শন নিয়ে দেড় শতাধিক পাঠকপ্রিয় বই লিখেছেন তিনি। মোস্তাক আহমাদ এর বই সমগ্র ব্যক্তিজীবনে সমৃদ্ধি ও সাফল্যের চূড়ায় আরোহণের প্রেরণা দেয়, ব্যক্তিমনের সুপ্ত প্রতিভা বিকাশের পথ দেখায়, সাফল্যের আকাঙ্ক্ষা ও ক্ষুধা জাগ্রত করে। ‘দ্য ম্যাজিক অব থিংকিং বিগ’, ‘বুদ্ধি ও বিনিয়োগ শেয়ার ব্যবসায় সেরা সাফল্য’, ‘মেধা বিকাশের সহজ উপায়’, ‘ইতিবাচক চিন্তার শক্তি’, ‘বিজনেস স্কুল’, ‘মাওলানা রুমীর আত্মদর্শন’, ‘লালন সমগ্র’, ‘টাকা ধরার কৌশল’, ‘দিওয়ান-ই-হাফিজ’, ‘দিওয়ান-ই-শামস তাবরিজ’, ‘আত্মোন্নয়ন ও মেডিটেশন’ ইত্যাদি তার কিছু জনপ্রিয় বই।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]